সুনন্দার মৃত্যুতে বিচারের মুখোমুখি শশী থারুর

স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যুর মামলায় অভিযুক্ত হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং এমপি শশী থারুরকে। গতকাল মঙ্গলবার বিষয়টি জানিয়েছে দিল্লির এক আদালত। আগামী ৭ জুলাই শশীকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।   গত মাসেই সুনন্দা মামলার চার্জশিট দিয়েছে দিল্লির পুলিশ। এতে একমাত্র অভিযুক্ত হিসেবে শশী থারুরের নাম রয়েছে।   ৩ হাজার পাতার চার্জশিটে পুলিশের দাবি, সুনন্দাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া ছাড়াও তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন শশী থারুর। -আনন্দবাজার পত্রিকা।