আসছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

আগামী ১৯ নভেম্বর শুক্রবার হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তবে পূর্ণগ্রাস নয়, আংশিক হবে এই গ্রহণ। চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে তথ্য দিয়েছে সিক্স সাউথ ফ্লোরিডা নিউজ।

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

আরও পড়ুন:

ওযু করতে গিয়ে ফোন পানিতে পড়লে ফ্রি সার্ভিসিং

গুপ্তচর সন্দেহে এক পরিবারের ৪ জনকে খুন!

বিয়ে করতে অস্বীকার করে মেসেজ ; ছাত্রীর আত্মহত্যা

ওইদিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে বলে তথ্য পাওয়া গেছে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় শুরু হবে গ্রহণ।

তবে কেবল ১৯ তারিখ নয়, টাইম জোনের হিসাবে পৃথিবীর কিছু দেশে ১৮ তারিখেও গ্রহণ দেখা যাবে বলে জানা গেছে।

 ​news24bd.tv/এমি-জান্নাত