এর আগে এত মানুষকে পাকিস্তান সমর্থন করতে দেখিনি: ফখর

মিরপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আট উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। তবে গ্যালারিতে নিজেদের এতো ভক্ত ও সমর্থন দেখে মুগ্ধ পাকিস্তানি ব্যাটার ফখর জামান।

তিনি বলেন, ‘আমার একটুও বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালেও এসেছিলাম। তখন এত মানুষকে পাকিস্তান সমর্থন করতে দেখিনি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা আসছেন, সমর্থন করছেন তাদের ধন্যবাদ। মনে হচ্ছে পাকিস্তানে খেলছি। আমরা যখন উইকেট নিচ্ছি ভালো শট খেলছি তখন আমাদের সমর্থন করছেন। ’

এছাড়া ম্যাচে বাংলাদেশি বোলারদের নিয়ে ফখর বলেন, ‘বোলিং অ্যাটাক খুবই ভালো। নিজেদের কন্ডিশনে তারা শক্তিশালী। পেস-স্পিন দুই বিভাগেই তারা ভালো। আমাদের ভালো ক্রিকেট উপহার দিতে হবে। সেটাই আমরা করছি। আমরা দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছি। তৃতীয় ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ’

প্রসঙ্গত, সোমবার (২২ নভেম্বর) মিরপুরেই বসতে চলেছে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

আরও পড়ুন:

পাকিস্তানকে সাপোর্ট করা যাবে না দেশে এমন নিয়ম নেই

news24bd.tv/ নকিব