ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল আগামীকাল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন: 

তাদের আন্দোলন রাজপথে নয়, ফেসবুকে: ওবায়দুল কাদের

ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন

ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক

ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও এলো না বড় পুঁজি

গত ২২ অক্টোবর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছরই প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।   এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

news24bd.tv নাজিম