স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন ও অর্থদণ্ড

শেরপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী শাহ আলীকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলার শুরু থেকেই আসামি পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে শাহ আলী (৪৭)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. গোলাম কিবরিয়া বলেন, সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ২০১৫ সালের ২৫ জানুয়ারি সদর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আরও পড়ুন:

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, ৭৮ শতাংশই ফেল

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

তিনি আরও জানান, ঘটনাটি ২০১২ সালের ১৩ মে থেকে ২০১৪ সালের ১৪ নবেম্বরের মধ্যে ঘটেছে। ওই সময় স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি গোপন রেখে স্ত্রী হিসেবে ভুক্তভোগী বাদীর সঙ্গে সংসার এবং শারীরিক সম্পর্ক করেন শাহ আলী।

news24bd.tv/আলী