অবশেষে এলাকা ছেড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সমালোচনার মুখে বেড়া উপজেলা ছেড়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু। এর আগে গতকাল সোমবার আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কিনা এবং নির্বাচনী এলাকা ছেড়েছেন কিনা তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে সোমবার রাতেই তিনি ঢাকায় চলে গিয়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে।

বেড়া পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শামসুল হকের ভাই আবদুল বাতেন এবং ভাইয়ের মেয়ে সাদিয়া ইসলাম। আবদুল বাতেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে বেড়া পৌরসভার মেয়র। সাদিয়া ইসলাম শামসুল হকের বড় ভাই বদিউল আলমের মেয়ে। একই পরিবারের তিন জন মেয়র পদপ্রার্থী হওয়ায় বেড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।  

আরও পড়ুন:

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, ৭৮ শতাংশই ফেল

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

জেলা নির্বাচন কর্মকর্তা ও বেড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার জন্য শামসুল হক টুকুর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন তাই নির্বাচনী বিধিমালা (ধারা ২২) অনুযায়ী তাকে চিঠি দেওয়া হয়েছে।

news24bd.tv/আলী