পদত্যাগ করার ১৫ দিনের মাথায় আবারো প্রধানমন্ত্রী

পদত্যাগ করার ১৫ দিনের মাথায় আবারো কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে  নিয়োগ পেয়েছেন শেখ সাবাহ আল-খালিদ। তাকে নতুন একটি মন্ত্রিসভা গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে।  

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। কুয়েতি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহর জারি করা আমিরি আদেশে শেখ সাবাহকে ফের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৯ সাল থেকে কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

আরও পড়ুন

৪১ বার জিজ্ঞাসাতেও মামুনুলকে স্বামী স্বীকার করলেন না ঝর্ণা

জলবায়ু পরিবর্তন সম্মেলনে শীর্ষে জায়গা করে নিলো দেশের দুই তরুণ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্র নিহত

পার্লামেন্টে বিরোধী এমপিদের সঙ্গে বিরোধের জেরে গত ৮ নভেম্বর মন্ত্রিসভার সব সদস্যসহ পদত্যাগ করেছিলেন সাবাহ আল খালিদ।

 ​news24bd.tv/এমি-জান্নাত