চট্টগ্রামে আগুন: পুড়ে ছাই অর্ধকোটি টাকার মালামাল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের আরো ১২টি ইউনিট যোগ দেয়।

জানা যায়, কারখানায় গ্রিস বানানোর কাজ করছিলেন কয়েকজন কর্মী। অসাবধানতা বশত গরম গ্রিস পড়ে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। শিল্প এলাকা হওয়ায় আশপাশের বিভিন্ন কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সব শ্রমিকরা কারখানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটেন। অতিদাহ্যবস্তু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফাযার সার্ভিসকে। স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন কারখানা থেকে পানির ব্যবস্থা করায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

লাক্স সুন্দরী মিম মানতাসা ফিরলেন!

news24bd.tv এসএম