মিশরে আবারও চালু হল তিন হাজার বছর আগের রাজপথ

মিশরে প্রায় তিন হাজার বছরের পুরনো রাজপথ আবারও চালু করা হয়েছে। দেশটির লাক্সরে 'অ্যাভিনিউ অফ স্ফিংস' নামের এই রাস্তাটি সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেয়া হয়েছে। খবর বিবিসির।

মিশরে প্রাচীন যুগের দুইটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই সড়ক। এই পথটি খুঁড়ে বের করতে কয়েক দশক সময় লেগেছে।

রাজপথটি আবার খুলে দেওয়া উপলক্ষে ফারাওদের সময়ের মতো করেই এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সঙ্গীতের বানী নেয়া হয় মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।

করোনাকালীন বিপর্যয় সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এর উপরে নানা রাজনৈতিক বিপর্যয়ে ভুগছে দেশটি। ফলে নতুন এই দর্শনীয় স্থান দেশটির পর্যটন শিল্পকে আবারও জাগিয়ে তুলবে বলে আশা করছে দেশটির সরকার।

আরও পড়ুন:

বরিশালে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

news24bd.tv/ নকিব