আজ চাঁপাইনবাবগঞ্জের ১৩ ইউপি’তে ভোট

আজ রোববার (২৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে  ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যেই নির্বাচনে প্রশাসনের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কেন্দ্রে কেন্দ্র পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ৩ লাখ ৪০ হাজার ৬৬০ জন ভোটার ১৪৫ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  

আরও পড়ুন:

আবারও আইসিইউতে রওশন এরশাদ

ছেলেকে হত্যা করে সেফটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা বাবা-মা আটক

মুশফিকের আউট নিয়ে সমালোচনা (ভিডিও)

নির্বাচনে প্রশাসন ৩টি ইউনিয়নকে অধিক গুরুত্বপূর্ণ এবং ১০ টিকে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে চিহ্নিত করে ১০ জন ম্যাজিষ্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটন বিজিবি, ৬ টি র‌্যাবের টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এবার উপজেলার ১ টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং ১২ টি ইউনিয়নে ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

news24bd.tv/ কামরুল