এবার পাঁচ মিনিটের ভোটে চেয়ারম্যান হবো বললেন নৌকার প্রার্থী

আগামীকাল রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন।  এরই মধ্যে এক নৌকার প্রার্থীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রেজাউল হক হীরা।

এক জনসভায় তিনি বলেন, ‘মার্কা আমার নৌকা। গতবার আধা ঘণ্টার ভোটে চেয়ারম্যান হয়েছি। এবার ভোট করবো মাত্র পাঁচ মিনিটে। ’

ওই জনসভাতেই তার পুত্র সিয়াম ইমতিয়াজ হুংকার দিয়ে বলেছেন, ভোটের দিন নৌকায় ভোট না দিলে পাঁচ বছর এলাকায় থাকা যাবে না। শান্তি চাইলে ভোট দেবেন নৌকায়।

বুধবার রাতে উরফা এলাকার মারমাইসা দাখিল মাদ্রাসায় এক জনসভায় পিতা-পুত্র এমন বক্তব্য দিয়েছেন তিনি।

এ বিষয়ে নৌকার প্রার্থী রেজাউল হক বলেছেন, বিরোধীরা গুজব ছড়াচ্ছেন। আমার বক্তব্য এডিট করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:

দ. আফ্রিকার করোনার নতুন ধরন খুবই ভয়ঙ্কর : স্বাস্থ্যমন্ত্রী

একই ইউপিতে বাবা-ছেলে ও আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী!

বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ

এ বিষয়ে জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেছেন, ওসব নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ।

news24bd.tv নাজিম