পীরগঞ্জ পৌরসভায় আবারও শামীম মেয়র নির্বাচিত

রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে তাজিমুল ইসলাম শামীম (নৌকা) ৭ হাজার ৬৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাও. সুলতান মাহমুদ ২ হাজার ভোট পেয়েছেন।

৯ টি ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন, ১ নং ওয়ার্ডে মো. কবিরুল ইসলাম (উটপাখি), ২ নং ওয়ার্ডে মশিউর রহমান পারভেজ (ডালিম), ৩ নং ওয়ার্ডে রাসেল মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম আজাদ (ডালিম), ৫ নং ওয়ার্ডে আরমান আলী তালুকতার(উটপাখি), ৬ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম(পানির বেতল), ৭ নং ওয়ার্ডে আলমগীর হোসেন (উটপাখি), ৮ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (পানির বোতল) এবং ৯ নং ওয়ার্ডে নুরুল ইসলাম নুরু(ডালিম) নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়ার্ডে এসমত আরা শেলী(চশমা), ২ নং ওয়ার্ডে মোছা. শাবানা খাতুন (চশমা) ও ৩ নং ওয়ার্ডে সেলিনা আকতার শিখা (অটোরিকশা) নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।

আরও পড়ুন: 

তাইজুল ম্যাজিকে লিড পেলো বাংলাদেশ

news24bd.tv তৌহিদ