নৌকার প্রার্থীকে হারাল তৃতীয় লিঙ্গের প্রার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে নৌকা প্রার্থীকে হারিয়ে দেশে এই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। আজ রোববার তৃতীয় ধাপের নির্বাচনে ত্রিলোচনপুর ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে সব চেয়ে বেশি ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তিনি পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সরকারি ভাবে আমরা এখনও ফলাফল হাতে পায়নি। হাতে পেলে আমরা ঘোষণা দেব।

তিনি জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুন: 

ভোট নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু

দেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোবাইলে নজরুল ইসলাম ঋতু জানান, এ জয় আমার একার নয়। আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। আমি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সেবা করে আমি ঋণ পরিশোধ করতে চায়।

news24bd.tv তৌহিদ