অভিবাসন ইস্যুতে ব্রিটেনের সঙ্গে কাজ করতে চায় ফ্রান্স

অভিবাসন ইস্যুতে ব্রিটেনের সঙ্গে কাজ করতে আগ্রহী ফ্রান্স। এ বিষয়ে দেশটিকে আরও গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাসন ইস্যুতে পরস্পরকে দোষারোপ করায় দুটি দেশের মধ্যেই সাম্প্রতিক সময়ে সম্পর্কের অবনতি ঘটেছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠকে টহলদারি বিমানের প্রস্তাব পেশ করা হয়।

আরও পড়ুন:

মাসুদের প্রেমিকা হতে যাচ্ছেন মিম

ইংলিশ চ্যানেলে শরণার্থী-মৃত্যু নিয়ে ফ্রান্স-যুক্তরাজ্য পত্রযুদ্ধের মধ্যে অভিবাসী বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় ফ্রান্স জানিয়েছেন ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

 ​news24bd.tv/এমি-জান্নাত