এক দফা আন্দোলনের কথা বললেন বিএনপি নেতা আমানউল্লাহ

সরকার পতনের একদফার আন্দোলনে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।  

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশটি শুরু হয়।

আরও পড়ুন:

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

হাফ পাস শুধুমাত্র ঢাকায় কার্যকর হবে বললেন এনায়েত উল্লাহ

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: ৬ হামলাকারী শনাক্ত

এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

news24bd.tv নাজিম