স্ত্রীর ওপর অভিমান করে লিটনের আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী লিটন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলায় এই ঘটনা ঘটে। লিটন পেশায় একজন দিনমজুর।

বুধবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার রমজানপুর এলাকার চর-আইড়কান্দি গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিটন হাওলাদারের সঙ্গে তার স্ত্রী রাশিদা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে ফের বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে লিটন নিজ ঘরে বসে বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বামীর আত্মহত্যার বিষয়ে স্ত্রী রাশিদা বেগম বলেন, কী কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে তা আমি জানি না।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, লিটন হাওলাদার আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরও পড়ুন

কুয়েট শিক্ষকের মৃত্যু: একাডেমিক কার্যক্রম বর্জন শিক্ষক সমিতির

news24bd.tv এসএম