আপনার বারান্দায় আপনি বাগান করবেন, সাধু সাধু

আপনার গাছে আপনি হোসপাইপ দিয়ে পানি দিবেন, চাইলে মুখে নিয়ে কুলি করে দিবেন। কিন্তু আপনার বাড়ির নিচে দিয়ে একজন  কর্পোরেট, যিনি কেতাদুরস্ত হয়ে হেঁটে যাচ্ছেন অথবা পাটভাঙ্গা শাড়ি পরে কনকনে শীতে গুটিসুটি মেরে হেঁটে যাচ্ছিলেন।

তাদের সারাগায়ে আপনার কাদা-গোবর মাখানো পানি যখন ভিজিয়ে দেয়, তখন খুব স্বাভাবিক এই দাবি উঠা, বারান্দা বাগানের জন্য সেফটি শেড থাকতে হবে।

আরও পড়ুন:

আফ্রিকার ৭ দেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

দুই হাত হারানো ফাল্গুনীকে বিয়ে করলো এনজিও কর্মী সুব্রত

স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য

ঢাকার যানজটেই শেষ জিডিপির প্রায় ৮৭ হাজার কোটি টাকা

লেখাটি মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,শাহিনা কবিরের-ফেসবুক থেকে সংগৃহীত ( লেখাটির আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম