নীলফামারীতে ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে ৫ জন আটক

নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে বোমা তৈরির সরাঞ্জম। ওই আস্তানায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।  

শনিবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক পাঁচজনের তথ্যের ভিত্তিতে নীলফামারীর মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার দিনগর রাত থেকেই ঘিরে রাখা হয়। সকালে ওই বাড়ি থেকে সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রংপুর র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।

আরও পড়ুন

হীরের টুকরো এমন শিক্ষককেও হুমকি দেবে বহু নোংরা-নষ্ট ছাত্র!

news24bd.tv এসএম