মোটরবাইক নিষিদ্ধ করছে ভিয়েতনাম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মূল জেলাগুলো থেকে মোটরবাইক নিষিদ্ধ করার পরিকল্পনা হয়েছে। ২০২৫ সালের পর মোটরবাইক নিষিদ্ধ করার এই পরিকল্পনা করা হয়েছে।

২০৩০ সালের পর এই পরিকল্পনা গ্রহণের কথা ছিল। কিন্তু যানজট নিরসন ও কার্বন নির্গমন কমাতে হ্যানয় পাঁচ বছর আগেই এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন:

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো শিক্ষার্থীরা

 সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা

হ্যানয় প্রশাসন এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। আজ মঙ্গলবার আর্ন্তজাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

দেশটি এই পরিকল্পনার ওপর ভোট হওয়ার কথা রয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত