মুহুরী নদীর বাঁধ ভেঙে ১১ গ্রাম প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে পরশুরাম ও ফুলগাজীর ১১ গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে ছাগলনাইয়া, সোনাগাজী ও ফেনী সদর উপজেলার নিম্নাঞ্চলও।

বুধবার সকাল থেকে মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাঁধ ভাঙা ঢল যেন ভাসিয়ে নিয়ে গেছে ওই এলাকার মানুষের ঈদের আনন্দ। জান-মাল রক্ষায় নিরন্তর চেষ্টা করে যাচ্ছে অসহায় মানুষগুলো। বুধবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো প্রবল স্রোতে ঢুকছে পানি। প্লাবিত এলাকার মানুষগুলো গবাদি পশু, মালামাল নিয়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে ছুটছে।

মঙ্গলবার দিনভর ভারী বর্ষণে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়া অংশের দুটি বাঁধ ভেঙে যায়।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর ইউনিয়নের মুহুরী নদীর ফুলগাজী অংশে দুটি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, উত্তর বরইয়া ও দক্ষিণ বরইয়া গ্রাম।  এ ছাড়া পরশুরামের দুর্গাপুর ও রতনপুর গ্রামের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

সোনাগাজী উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেসে গেছে পুকুর ও জলাশয়। ডুবে গেছে ফসলি জমি।

ছাগলানাইয়া-মহুরীগঞ্জ সড়ক ও ফেনী- ছাগলনাইয়ার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে হাঁটুপানি জমে গেছে।