মহারাষ্ট্রে বাঁদরের ভয়ঙ্কর প্রতিশোধ, কুকুরশূন্য গ্রাম!

বাঁদরের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পারছে ভারতের মহারাষ্ট্রের মজলগাঁও এলাকার একটি গ্রামের বাসিন্দারা। বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে একমাসে প্রায় ২৫০ কুকুরের বাচ্চাকে মেরে ফেলেছে স্থানীয় বাঁদরেরা। খবর আনন্দবাজার পত্রিকার।

গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকে এলাকায় কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে দিচ্ছে তারা।  

গত মাসে বাঁদরের আক্রমণে অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বাঁদরের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।  

বাঁদরের প্রতিশোধের হাত থেকে বাঁচতে স্থানীয় বন দপ্তরের শরণাপন্নও হয়েছিলেন গ্রামবাসীরা। তবে তারা একটি বাঁদরকেও ধরতে পারে নি বলে জানায় গ্রামবাসী। বাঁদরদের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করে আহত হয়েছেন কয়েক জন গ্রামবাসীও।

আরও পড়ুন:

যৌন দৃশ্যে অভিনয় দেখে চমকে যান নাগা!

news24bd.tv/ নকিব