ইসরায়েলে বার্ড ফ্লু: বন্যপ্রাণী বিপর্যয়ের আশঙ্কা  

ইসরায়েলের উত্তরাঞ্চলে বার্ড ফ্লুর প্রার্দুভাব মারাত্মক আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি পরিযায়ী সারস মারা গেছে। খবর হারেটজ পাত্রিকার।  

হারেটজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় খামারিদের জোরপূর্বক মুরগি মেরে ফেলতে বাধ্য করা হচ্ছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিকে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে।  

ইসরায়েলের পরিবেশ রক্ষা মন্ত্রী তামার জেন্ডবার্গ বলেছেন, ‘দেশের ইতিহাসে বন্যপ্রাণীর সবচেয়ে মারাত্মক ক্ষতি’ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আন্দাজ করা যাচ্ছে না।

তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন উরি নাভি নামে ইসরায়েলের পার্ক ও প্রকৃতি কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ বিজ্ঞানী। তিনি বলেন, পানির মাঝখানে অধিকাংশ পাখি মারা যাওয়ার কারণে সেখান থেকে সেগুলো পরিষ্কার করা কঠিন হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: 

সংঘবদ্ধ ধর্ষণ: কেন ওই নারী কক্সবাজারে জানা গেল

ফেসবুক নিয়ে ঝগড়া, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রতি বছর পাঁচ লাখের বেশি সারস ইসরায়েল হয়ে আফ্রিকা যায়। তার মধ্যে বেশ কিছু সারস সে দেশে থেকেও যায়। শীতে অন্তত ৩০ হাজার সারস ইসরায়েলের উত্তরাঞ্চলে থেকে যায়।

news24bd.tv রিমু