চীনের সঙ্গে সামরিক হটলাইন স্থাপনে সম্মতি জানিয়েছে জাপান

আগামী বছরে চীনের সঙ্গে সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে জাপান। মঙ্গলবার জাপান সরকারের মুখপত্রের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি জাপানি প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গের ফোনালাপে এ সম্মতি আসে। সোমবার দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ হয়।

আরও পড়ুন:

মিয়ানমার: লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান

সেখানে নোবুও কিশি তাইওয়ান উপত্যকায় স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন বলে জানান জাপানি মন্ত্রিসভার মুখ্যসচিব হিরোকাজু মাতসুনো।

news24bd.tv/এমি-জান্নাত