ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা: বিভিন্ন পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ ঘিরে আজ শনিবার সকাল ছয়টা থেকে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। জানা গেছে, এ আদেশকে কেন্দ্র করে পৌর এলাকার ৪০ পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।

দুপুর ২ টায় উভয়পক্ষ সমাবেশ করার কথা রয়েছে।

এদিকে বিএনপির অভিযোগ, সমাবেশ বানচাল করতে তাদের চার নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে যেকোনো মূল্যে তারা সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে নির্ধারিত স্থানে কোনো পক্ষই সমাবেশ করবে না বলে আভাস পাওয়া গেছে।  

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত-উদ-দৌলা খাঁন জানান, আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এবং সেন্টারের সামনের খোলা জায়গাসহ এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

উল্লেখ্য, সাবেক বিরোধীদলীয় নেত্রী, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে শনিবার দুপুরে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময়ে এবং একই স্থানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগও ছাত্র সমবেশ ডাকে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।

news24bd.tv রিমু