দেশে এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

দেশে দিনদিন বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে জাতীয় কমিটির সুপারিশ মানা হবে। তবে এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি।  করোনাভাইরাস ঠেকাতে আমরা কঠোর অবস্থান নিতে যাচ্ছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনও হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন:

ভারতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক