বিএনপির জন্যে নয়, করোনা প্রতিরোধেই বিধিনিষেধ: হানিফ

বিএনপির সভা সমাবেশ বন্ধ করা উদ্দেশ্য নয়, করোনা মহামারী রোধে সরকার বিধিনিষেধ জারি করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

মাহবুব উল আলম হানিফ বলেন, করোনার নতুন ধরণও মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। এখানে সরকারের দায়িত্ব হলো এটাকে প্রতিরোধ করে জাতিকে রক্ষা করা। সরকার সে কারণেই বিধিনিষেধ জারি করেছে। এখানে বিএনপির সভা-সমাবেশ বন্ধ করার কথা আসবে কেন?

তিনি আরও বলেন, বিএনপি তো এও বলে- বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না আন্দোলনের ভয়ে। খালেদা জিয়াতো আগেও মুক্ত ছিলেন। তখন আন্দোলন করেও সরকারের পতন ঘটাতে পারেনি তারা। বিএনপি জামায়াতের আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা নেই। তারা আগেও চেষ্টা করেছে পারেনি।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, জনগণের আস্থার প্রতীক নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

এছাড়াও সীমান্ত জেলা কুষ্টিয়ায় করোনা মোকাবিলায় কী করা হচ্ছে? সে সম্পর্কেও জানতে চাওয়া হয় তার কাছে তিনি হানিফ বলেন, করোনার নতুন ধরণ ওমিক্রন দুর্যোগ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। চিকিৎসা ক্ষেত্রের সকল প্রস্তুতি আছে বলেন তিনি।

আরও পড়ুন

যে কারণে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করলো বোর্ড

news24bd.tv এসএম