আইএসইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু

একুশ শতকের উপযোগী পেশা নির্বাচন ও গবেষণার প্রয়োজনে ভাষার দক্ষতা বৃদ্ধি করতে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।

গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের লিখিত বক্তব্য পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এ ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আনন্দের সাথে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা অর্জন করতে পারবে।

আরও পড়ুন:

কাজাখস্তানে সহিংসতার জেরে নিহত বেড়ে ২২৫

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান, আইএসইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর মোঃ শাহরিয়ার তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

news24bd.tv রিমু