নারীদের ভোট এককভাবে পেয়েছি: আইভী

নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সময় করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূরের বাসায় যাবেন বলেও জানিয়েছেন জয়ী মেয়র আইভী।

আজ সোমবার দুপুরে নিজ বাসবভনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন টানা তিনবারের নির্বাচিত এ মেয়র।

সবাইকে নিয়ে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, কারো সাথে বৈরিতা নয়। উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলমান মেগা প্রকল্প শেষ করতে হবে।

গতকাল রোববারের ভোট প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম এ ভোট গ্রহণের প্রক্রিয়া ধীর গতিতে হয়েছে, এটা দ্রুত হলে আরো ভালো হতো।

নারীদের ভোট এককভাবে পেয়েছেন বলেও জানিয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন:

বসুন্ধরার কম্বল পেয়ে বৃদ্ধ বললেন, ‘আল্লাহ তাগেরে বাঁচায় রাখুক’

news24bd.tv/  তৌহিদ