গারো-কোচ-হাজং-বর্মণ জনগোষ্ঠীর ৬৫০ পরিবার পেল বসুন্ধরার কম্বল

শেরপুরের সীমান্ত এলাকার হতদরিদ্র গারো, কোচ, হাজং, বর্মণ ও মসজিদের ইমামসহ বিভিন্ন জনগোষ্ঠীর সাড়ে ৬শ পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে আজ মঙ্গলবার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর গজনী এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, সাধারণ সম্পাদক শামিম আল আমিন, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ,  সদস্য সচিব ও কালের কণ্ঠের পত্রিকার জেলা প্রতিনিধি হাকিম বাবুল, শেরপুর জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।

শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামিম আল আমিন বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভসংঘের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এসব কম্বল বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী 

গাঁজাভর্তি ব্যাগসহ ধরা ছাত্রলীগ নেতা

হারুনের এক বক্তব্যেই সংসদে উত্তেজনা, হারুন বললেন...

news24bd.tv তৌহিদ