প্রথমবার ভাইস প্রেসিডেন্টের মোমের মূর্তি নির্মাণ

মাদাম তুসোর আদলে  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মোমের মূর্তি উন্মোচন করা হয় নিউইয়র্কের টাইমস স্কয়ারে। ক্ষমতা নেয়ার প্রথম বছরের পূর্তিকে অফিসিয়াল স্বীকৃতি দিয়ে এটি নির্মাণ করা হয়।

মাদাম তুসোয় প্রতিটি মার্কিন প্রেসিডেন্টের মোমের মূর্তি তৈরি করা ঐতিহ্য, কিন্তু এইবারই প্রথম যাদুঘরটিতে ভাইস প্রেসিডেন্টের মোমের মূর্তি তৈরি করা হয়েছে।

ওভাল অফিসের মতো দেখতে তৈরি করা মাদাম তুসোয় স্থান পেয়েছে, বাইডেন এবং হ্যারিসের মোমের চেহারা সেই সাথে পোজ দিয়ে ছবি। প্রেসিডেন্টের ডেস্ক, ফাইল, সীলমোহর সব মিলিয়ে দাপ্তরিক বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এতে ওভাল অফিস নিয়ে যাদের কৌতুহল ছিলো, অনেকখানি মিটছে।

আরও পড়ুন:

৬ হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনবে মাইক্রোসফট

নিত্যপণ্যের দাম আরো উচ্চ হারে বাড়ার আভাস

 

প্রতিটি মোমের চিত্র সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় ছয় মাস। লন্ডনের শিল্পীদের একটি দল বাইডেন-হ্যারিসের বৈশিষ্ট্যগুলি ছাঁচে ফেলার জন্য জীবন্ত করে তুলতে অসংখ্য ছবি নিয়ে গবেষণা করেন তারা।  

প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হ্যারিস অফিসে বসেন ২০ জানুয়ারি ২০২১ এ।  ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উভয়ের পরিধান করা নীল পোশাক দেখছেন দর্শকরা।

news24bd.tv/এমি-জান্নাত