নাইজেরিয়াই আর্জেন্টিনার শেষ ভরসা!

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের লজ্জার হারে ‘লাইফ সাপোর্টে’ আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ‘জীবন’ এখন আর তাদের হাতে নেই। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে অক্সিজেন সরবরাহ করতে হবে নাইজেরিয়াকে।     অনেকে বলছেন, নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার লাভ। ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়।

আইসল্যান্ড নয়, আজ নাইজেরিয়া জিতলেই বরং নতুন করে স্বপ্ন দেখতে পারবে আর্জেন্টিনার সমর্থকরা। সেক্ষেত্রে শেষ ম্যাচে আর্জেন্টিনা যে কোনো ব্যবধানে নাইজেরিয়াকে হারালেই চলবে, যদি ক্রোয়েশিয়াও আইসল্যান্ডকে হারিয়ে দেয়।  

কিন্তু আইসল্যান্ড আজ ড্র করলে/জিতলে এবং পরের ম্যাচেও ড্র করলে/জিতলে আর্জেন্টিনার আর কোনো সুযোগই থাকবে না।

চলুন দেখে নিই কিভাবে শেষ ষোলতে পা রাখতে পারে আর্জেন্টিনা:

‘ডি’ গ্রুপের শেষ ৩ ম্যাচের ফল এমনই দেখতে চাইবে কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত: 

আইসল্যান্ড ০ - ১ নাইজেরিয়া

আইসল্যান্ড ০ - ১ ক্রোয়েশিয়া

আর্জেন্টিনা ️১ - ০ নাইজেরিয়া

পয়েন্ট:

ক্রোয়েশিয়া ৯ পয়েন্ট (গ্রুপ চ্যাম্পিয়ন)

আর্জেন্টিনা ৪ পয়েন্ট (গ্রুপ রানার্স আপ)

নাইজেরিয়া ৩ পয়েন্ট (আউট)

আইসল্যান্ড ১ পয়েন্ট (আউট) অরিন/নিউজ টোয়েন্টিফোর