গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিরা যেভাবে অফিস করবেন

করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এক্ষেত্রে অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী নারীরা বাসা থেকে অফিস করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন:

ক্যামেরুনে নাইটক্লাবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত

ডিজিটাল মুদ্রার দিকে দৃষ্টি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ 

তিনি বলেন, গর্ভবতী নারী, যারা অসুস্থ- তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে থেকে অফিস করবেন। বিশেষ করে জুম, ই-নথি, এসএমএস, হোয়াটসঅ্যাপ এই মাধ্যমগুলো ব্যবহার করে তারা তাদের কাজগুলো করবেন।

news24bd.tv/এমি-জান্নাত