করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনা মুক্ত হয়েছেন। আজ রাতে অ্যাটর্নি জেনারেল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার থেকে আদালতের কার্যক্রমে অংশ নেবো।

এর আগে গত ১৬ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।

আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী  ‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন।  

২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন।

# অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত

news24bd.tv/ নাজিম