ফের সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর অস্ত্র গুদাম লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানা জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ হামলার কথা নিশ্চিত করেজানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। তবে বড় কোনো বিস্ফোরণ ঘটেনি। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান এ কথা নিশ্চিত করেন।

ইসরাইল গত কয়েক বছর ধরে সিরিয়ার ওপর হামলা করে আসছে। তবে সাম্প্রতি হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সিরিয়া সরকার বলছে, উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় ইসরাইল। এ কারণেই সন্ত্রাসীদের পতন ঠেকানোর জন্য তেল আবিব মরিয়া হয়ে সিরিয়ার ওপর একের পর এক হামলা চালাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)