মেসিদের সাক্ষাৎ না পেয়ে ক্ষুব্ধ ম্যারাডোনা

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জিন্টিনা ৩-০ গোলে উড়ে যাওয়ার পর মেসিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আবেদনে সাড়া নেয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। তাকে দেওয়া হয়নি সে সুযোগ।

সূত্রে জানা গেছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর ভেঙ্গে পরা উত্তরসূরিদের আত্মবিশ্বাস দিতে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বজয়ী দলের সদস্যদের নিয়ে মেসিদের অনুশীলনে যেতে চেয়েছিলেন ম্যারাডোনা। মেসিদের মানসিক অবস্থা চাঙ্গা করতে, উজ্জীবিত করতে চেয়েছিলেন এ ফুটবল কিংবদন্তি। কিন্তু তার আবেদনকে গুরুত্ব দেয়নি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

অবশ্য আবেদন খারিজ হওয়ায় ম্যারাডোনা কড়া কথাও শুনিয়েছেন ফেডারেশনের সভাপতি ও কোচ হোর্হে সাম্পাওলিকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)