মাধ্যমিকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু শিগগিরই : শিক্ষামন্ত্রী

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। মাধ্যমিকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার সকালে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার সংক্রমণ কমে যাওয়ায় মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনা হবে।

করোনায় শিক্ষা ব্যবস্থার ঘাটতি পুষিয়ে নিতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এই শিক্ষাবর্ষে না হলেও আগামী শিক্ষাবর্ষে ঘাটতি পুষিয়ে উঠতে পারবো।  

news24bd.tv রিমু