চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারাল বসুন্ধরা কিংস

ঘরের মাঠ কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অস্কারের দল। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

অন্যদিকে, রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ ম্যাচ ড্র করে হোঁচট খেয়েছে ঢাকা আবাহনী।

আর মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

কিংস অ্যারেনায় অস্কার ব্রুজনের শীষ্যরা মারুফুলের চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে বড় ব্যবধানে। ৫-০ গোলের বড় জয়ের নায়ক ব্রাজিলিয়ান রবসন।

শুরুর একাদশে এক বিদেশি নিয়ে লোকাল ফুটবলারদের উপরই পূর্ণ ভরসা ছিলো অস্কারের। আস্থার প্রতিদানও ভালোভাবেই দিয়েছেন ইব্রাহিম-বিপলুরা। ম্যাচের ১৭ মিনিটে সুমন রেজা গোল করে উল্লাসে মাতিয়েছেন কিংস ডাগ আউট। ম্যাচের ২৮ মিনিটে রবসন-সুমনের ওয়ান টু ওয়ান বোঝাপড়ায় ব্রাজিলিয়ানের বিশ্বমানের ফিনিশিং। ২-০ ব্যবধানের লিড কিংসের।

স্থান পরিবর্তন করে যতক্ষণ খেলেছেন, ততক্ষণই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেছেন ইব্রাহিম।

৩২ মিনিটে রবসনের বাড়ানো বল থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

৪৩ মিনিটে সুমনের অ্যাসিস্টে রবসন নিজের জোড়া পূরণ করেন। দ্বিতীয়ার্ধ্বে সুমন রেজার বদলী নামেন এলিটা। কোচের আস্থার প্রতিদান ৬৭ মিনিটে দিয়েছেন তিনি। ইব্রাহিমের অ্যাসিস্টে এলিটার ফিনিশিংয়ে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। শেষে আর গোল না হলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কারের দল।

এদিকে, রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে আবাহনী। ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে লামোসের দল।

অন্যদিকে, মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। news24bd.tv তৌহিদ