শক্তিশালী ভূমিকম্পে সুনামির শঙ্কা

জাপানের উত্তর পূর্বদিকের উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলের রেকর্ড অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) রাতে পূর্ব জাপানে ওই ভূমিকম্প আঘাত হানে।

রাজধানী টোকিওতেও এই ভূমিকম্পের আঁচ পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম এনএইচকে নিউজ চ্যানেল।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের ফুকুশিমা অঞ্চলের উপকূল থেকে ৬০ কিলোমিটার অভ্যন্তরে। এর পরপরই টোকিও ছাড়াও দেশটির উত্তর-পূর্ব উপকূলের কিছু অংশে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

এর আগে ২০১১ সালে এই ফুকুশিমাতেই এ রকম শক্তিশালী এক ভূমিকম্পে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হয়ে গিয়েছিল।

সূত্র: রয়টার্স ও এনএইচকে

news24bd.tv/আলী