মরদেহ ফেরত দিতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩টায়

১৫ দিন আগে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি লিটন হোসেন। এতোদিন পর আজ মরদেহ ফেরত দিচ্ছে বিএসএফ।  

বাংলাদেশ সময় বিকাল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়পুর সীমান্তের কাছে নোম্যান্স ল্যান্ডে বিজিবিকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে তারা। বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।  

তিনি বলেছেন, আজ সকালে তারা পতাকা বৈঠকের আমন্ত্রণপত্র পাঠায়।  

গত ৫ মার্চ এশার নামাজের কিছু আগে ভারত থেকে মালামাল পাচার করে বিলগাথুয়া সীমান্ত দিয়ে রাতে দেশে আসছিলেন লিটন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করে তার মরদেহ নিয়ে যায়। ভারতের হোগলবাড়িয়া হাসপাতাল মর্গে রাখা ছিল তার মরদেহ। নিহতের বাড়ি বিলগাথুয়া মাঠপাড়ায়।  

news24bd.tv/ কামরুল