কমতে শুরু করেছে চাল ছাড়া সব নিত্যপণ্যের দাম 

সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ৫ লিটারের বোতলজাত তেল। যদিও এক ও দুই লিটারের দাম এখনো কমেনি। চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। তবে কমতে শুরু করেছে চাল ছাড়া সব নিত্য পণ্যের দাম।  

অবশেষে কমতে শুরু করেছে ভোজ্য তেলের দামও। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামেই। কমেছে খোলা তেলের দাম। যদিও বিক্রেতাদের বলছেন চাহিদার তুলনায় এখনো পর্যাপ্ত নয় তেলের সরবরাহ।  

কমতে শুরু করেছে চাল ছাড়া সব নিত্যপণ্যের দাম। পিয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে আদা, রসুন আর আলুর দামও।

এদিকে চাল নিয়ে ক্রেতাদের অস্বস্তি এখনো কাটেনি। সরু চাল মিনিকেট ও নাজিরশাইল দাম বস্তাপ্রতি বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। রমজানে চালের দাম আরও বাড়ার শঙ্কা ক্রেতা ও বিক্রেতাদের।

সরবরাহ বেশি থাকায় কমতে শুরু করেছে প্রতিটি সবজির দাম। তবে রমজান সামনে রেখে মাছ ও মাংসের বাড়তি দাম রাখার অভিযোগ ক্রেতাদের।

news24bd.tv/ কামরুল