দেশজুড়ে দ্বিতীয় ডোজের গণটিকার কার্যক্রম চলছে

সারাদেশে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের গণটিকার কার্যক্রম শুরু হয়েছে আজ। গণটিকার এই কার্যক্রম চলবে ৩০শে মার্চ পর্যন্ত।

২৬শে ফেব্রুয়ারি যারা করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তারা সোমবার দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছেন।

স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা।

এছাড়া ১৮ বছর ও তার বেশি বয়সী যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস অতিবাহিত হয়েছে, তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করতে পারছেন।

এদিকে, ১২ বছর ও তারে বেশি বয়সী যারা এখনও ১ম ডোজ টিকা গ্রহণ করেনি, তাদেরকেও এই ক্যাম্পেইনে ১ম ডোজ দিতে আহবান জানানোর কথা বলা হয়েছে।

news24bd.tv রিমু