গণটিকা কার্যক্রম আরও ৩ দিন বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, গণটিকা কার্যক্রম আরও ৩ দিন বাড়ানো হবে। এছাড়াও মজানে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। মন্ত্রী আরও বলেন, সময়মত করোনার ভ্যাকসিন আনতে পারায় দেশে মৃত্যুর সংখ্যা অনেক কম। পুরো হেলথ সেক্টরকে ডিজিটালাইজড করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আট বিভাগে নিউরো সায়েন্স, ক্যান্সার, কিডনি ডিজিজ ও মেন্টাল হেলথ ইউনিট তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।  

গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলবে এমন তথ্য জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে আগামী রমজান মাসে স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। করোনাভাইরাস থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতে করোনারোধী টিকার দ্বিতীয় ডোজ দেয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয় ২৮ মার্চ। ৩১ মার্চ এটি শেষ হওয়ার কথা ছিল। এটি আরও তিন দিন বাড়ানো হয়েছে।

news24bd.tv/কামরুল