পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি

পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ অধিবেশন শুরু হয়।

আদালতের আদেশ সত্ত্বেও পাকিস্তানের তথ্য ও আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, আজকের পরিবর্তে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট আগামী সপ্তাহে হতে পারে।

তিনি বলেন, আমরা খুব বেশি সময় নেব না। পার্লামেন্টে অনাস্থা ভোট নিয়ে আলোচনার আগে পররাষ্ট্রমন্ত্রী হুমকিবার্তা নিয়ে বক্তব্য দেবেন।

অন্যদিকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট যেন আজই অনুষ্ঠিত হয়, সে বিষয়ে জাতীয় পরিষদ সচিবালয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হতে পারেন স্পিকার।

news24bd.tv তৌহিদ