বিএফইউজে'র নির্বাচনের দাবিতে মানববন্ধন

আদালতের নির্দেশে স্থগিত হওয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন অবিলম্বে দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক বলেন, আদালতে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (০৯ জুলাই) রায় হবে বলে আমরা আশাবাদী। এই মিথ্যা মামলার নেপথ্যে যারা রয়েছেন, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।  

নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী শাবান মাহমুদ বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মানবন্ধনের আরও বক্তব্য দেন স্থগিত নির্বাচনে যুগ্ম-মহাসচিব প্রার্থী রফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক নেতা মাহমুদুর রহমান খোকন, আবুল কালাম আজাদ, রুমি আক্তার পলি, আসাদুজ্জামান, আরাফাত মুন্না, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনি জটিলতা দূর করে নির্বাচনের ভোটগ্রহণের জন্য নতুন তারিখ ঘোষণা করতে হবে। আর যারা মিথ্যা মামলা করেছেন তাদের সংগঠন থেকে বহিষ্কার করতে হবে। ’

উল্লেখ্য, ৬ জুলাই শুক্রবার বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। ৫ জুলাই বৃহস্পতিবার শ্রম আদালতের রায়ে তা স্থগিত করা হয়েছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)