বরিশালে ১৭০ মসজিদে ঈদ জামাত

বরিশাল বিভাগের ১৭০টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বিভিন্ন মসজিদে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।  

৩০টি রোজা রাখা শেষে আজ ঈদ উদযাপন করেন তারা। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজী বাড়ী শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

নগরীর ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, দপদপিয়া, বাউফল, বগা, নিশানবাড়িয়া, রাঙ্গাবালী ও বরগুনার ডাবুয়াসহ বিভাগের ১৭০টি মসজিদে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে অন্যান্য বছরের মতো ঈদের আনুষ্ঠানিকতা পালন করেন তারা। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ আজ ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছেন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিন সিকদার।

news24bd.tv তৌহিদ