মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসে দুঃসংবাদ

দিল্লি ক্যাপিটালসে আবার করোনা হানা দিয়েছে। সবশেষ পরীক্ষায় পজিটিভ হয়েছেন দলের একজন সদস্য। রোববার (৮ মে) বিসিসিআই ও দিল্লি ফ্র্যাঞ্জাইজি এ তথ্য জানিয়েছে। এক সদস্য কোভিড পজিটিভ হওয়ায় দিল্লি শিবিরকে আবার আইসোলেশনে যেতে হয়েছে।  

ক্রিকবাজের প্রতিবেদন বলছে, আক্রান্ত হওয়া সেই ক্রিকেটার দলের নেট বোলার। তবে তার নাম জানানো হয়নি। দিল্লির পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। যা অনুষ্ঠিত হওয়ার কথা রোববার (৮ মে) বাংলাদেশ সময় রাত ৮টায়।

চেন্নাই-দিল্লির সেই ম্যাচ হবে কি না এমন প্রশ্নে ধোনিদের ফ্র্যাঞ্জাইজির এক কর্মকর্তা বলেন, আমরা বুঝতে পারছি যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর ব্যতিক্রম হলে এতক্ষণে আমাদের জানানো হতো। তাছাড়া একাদশে থাকবে এমন কেউ আক্রান্ত হয়নি। নেট বোলার আক্রান্ত হওয়ায় ম্যাচে প্রভাব পড়বে বলে মনে হয় না।

দিল্লি ক্যাপিটালসে এর আগেও বেশ কয়েকজন করোনাক্রান্ত হয়েছিলেন। প্রথমবার যারা করোনা পজিটিভ হয়েছিলেন তারা হলেন- মিচেল মার্শ, ফিজিও প্যাটট্রিক ফারহার্ট, মেসেজ থেরাপিস্ট চেতান কুমার, টিমের চিকিৎসক অভিজিত সালভি ও সোশাল মিডিয়া টিমের সদস্য আকাশ মানে।

শুধু এ বছরই না, করোনা আইপিএল আয়োজনে ব্যাঘাত সৃষ্টি করেছিল গত বছরও। ২০২১ সালে করোনার ঊর্ধ্বগতির মধ্যেই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্ট আয়োজনের। সব ধরনের স্বাস্থ্যবলয় তৈরি করেও গত আসরকে করোনামুক্ত রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনার থাবায় গত বছর মাঝপথেই থমকে গিয়েছিল আইপিএল আসর। যার ফলে হাজার কোটি রুপি আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় আসরের বাকি অংশ।

news24bd.tv/কামরুল