'বাংলাদেশে ঘূর্ণিঝড় অশনি আঘাত হানার আশঙ্কা নেই'

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় অশনি আঘাত হানার আশঙ্কা নেই ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ মে) সন্ধ্যায় সাভার থানা, পৌরসভা ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা জানান। আলোচনা সভা শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে আগামীকাল। এরপর দুর্বল হয়ে যাবে। তাই বাংলাদেশে এটি আঘাত হানার আশঙ্কা নেই।  ঘূর্ণিঝড় অশনি এখন সুপার সাইক্লোন হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হচ্ছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার মানুষের জানমালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার প্রমুখ।

news24bd.tv/কামরুল