কিউকমের সিইও’র বিরুদ্ধে সমন জারি

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার বিরুদ্ধে ‘চেক ডিজঅনারের’ মামলায় সমন জারি করেছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আফনান সুমী এ সমন জারির আদেশ প্রদান করেন।

গত ২৭ এপ্রিল আদালত রিপন মিয়াকে আগামী ২৯ মে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়।

জানা যায়, বাংলাদেশি অন ডিমান্ড রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পিকমি লিমিটেডের শেয়ার ক্রয়ের বিপরীতে মামলার বাদী ওমর আলীকে নির্দিষ্ট অংকের চেক প্রদান করেন রিপন মিয়া।  

কিন্তু বাদী চেকটি নগদায়নের জন্য বিগত ২৭ ফেব্রুয়ারি ব্যাংকে উপস্থাপন করলে চেকটি পরদিন ২৮ ফ্রেব্রুয়ারি তৃতীয় বারের মতো ডিজঅনার হয়।  

এরপর বাদী তার আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে ২১ মার্চ তারিখে আসামি রিপন মিয়াকে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮(১) (খ) ধারায় লিগ্যাল নোটিশ পাঠান।

উল্লেখ্য , গ্রাহকের টাকা আত্মসাত ও লোভনীয় অফারে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বছর ই-কমার্স প্ল্যাটফরম কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়াকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

news24bd.tv/কামরুল