বিলুপ্তপ্রায় অজগর উদ্ধার করলো বিজিবি

রবিবার আনুমানিক ৫ ফুট লম্বা বিলুপ্তপ্রায় একটি অজগর সাপ উদ্ধার করলো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙ্গামাটি অঞ্চলের ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। এরপর বিপন্ন এই প্রাণীটিকে সুরক্ষিতভাবে ব্যাটালিয়ন সদরে প্রয়োজনীয় খাবার ও সেবা শুশ্রূষা প্রদানের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আজ সোমবার বরকল বনবিভাগ কর্মকর্তার নিকট অজগর সাপটি হস্তান্তর করা হয় বনবিভাগ কর্মকর্তা বিপন্ন এই অজগরটি উদ্ধার করে সংরক্ষণের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান।

বনবিভাগ সূত্রে জানা গেছে, শিগগিরই অজগরটিকে কাপ্তাই অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিজিবি। ইতিপূর্বে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বন্যপ্রাণী প্রয়োজনীয় সেবা শুশ্রূষার মাধ্যমে সংরক্ষণ এবং যথাযথ প্রক্রিয়ায় অবমুক্তকরণের নজির রয়েছে।

news24bd.tv/desk