‘মার্কিন সামরিক শক্তি এখন অনেক দুর্বল’

যুক্তরাষ্ট্র সামরিক দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ।

তিনি বলেছেন, এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই যে তাদের অবস্থা অনেক খারাপ। বুধবার ‘শাহরে কুর্দ’-এ এক সেমিনারে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্র ইরানের কাছে অনেকবার তাদের ভুলের ক্ষমা চেয়েছে জানিয়ে রামাজান শরীফ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখন আর আগের মতো নেই। কারণ আমেরিকার সবচেয়ে চৌকস নৌসেনারা ইরানি যোদ্ধাদের কাছে আটক হচ্ছে এবং নতিস্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা ইরানের সমুদ্রসীমা লঙ্ঘন করার কারণে এর আগে ক্ষমা চেয়েছে।

তিনি বলেন, ইরানের সামরিক শক্তি আগের চেয়ে বেড়েছে। তবে ইরানের শক্তির মূল ভিত্তি হচ্ছে জনগণ। আর তা দেখে ভয় পায় যুক্তরাষ্ট্র।

ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। তবে তারা ইরানের ক্ষতি করতে পারবে না।

আরও পড়ুন: ইসলামের শত্রুদের রুখতে ইরান-পাকিস্তানের আহ্বান

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)